“Why Do You Want to Work Here?” বা “কেনো আপনি আমাদের সাথে কাজ করতে চান”?… যেকোনো ইন্টারভিউ বোর্ডেই এই ধরণের প্রশ্ন করা হয়ে থাকে। আর অনেকেই তথাকথিত উত্তর দিয়ে বসেন। কোম্পানি ভালো, পছন্দের পদ বা ভালো পরিবেশ মেনশন করে উত্তরটিকে একঘেয়ে করে ফেলেন।
আবার আপনি যদি কোম্পানি সম্পর্কে কিছু না জানেন, সেক্ষেত্রেও এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন হয়ে পড়বে। কারণ বেহিসাবে প্রশ্নটির উত্তর প্রদানে নিয়োগকর্তা হয়তো ভাববে, আপনি কেন সেখানে কাজ করতে চান তা আপনার একেবারেই ধারণা নেই।
এক্ষেত্রে সমাধান একটাই! তা হলো আগে থেকেই Why do you want this job sample answer for freshers সম্পর্কিত বিষয়গুলি চেক করা। এতে করে পরবর্তীতে নিজের মতো করে উত্তর সাজিয়ে নিতে পারবেন। চলুন আজ ইন্টারভিউ বোর্ডে করা এই কমন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
Why do you want this job প্রশ্ন এবং উত্তরের গুরুত্ব
Why do you want this job প্রশ্নে উত্তর তৈরির ক্ষেত্রে বেশকিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে কোম্পানি এবং এর মূল্যবোধ সম্পর্কে ব্যাপক জ্ঞান প্রদর্শন করে এমন বাক্য ব্যবহারে সচেতন হতে হবে।
মূলত এই ধরণের প্রশ্ন করে ইন্টারভিউ আপনার আবেগের দিকটা পরীক্ষা করিয়ে নিতে চাই। সুতরাং আবেগ প্রদর্শনে সচেতনতার পরিচয় দিতে হবে। তাছাড়া এই প্রশ্নের উপর নির্ভর করবে ইন্টারভিউ বোর্ডে প্রার্থী হিসাবে আপনি দীর্ঘমেয়াদে থাকবেন, নাকি বেশ দ্রুত রুম থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে!
এতোক্ষণে নিশ্চয় বুঝতে পেরেছেন, Why do you want this job – শিরোনামের এই প্রশ্নের গুরুত্ব কতটা গাঢ়। চলুন আরো বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক।
Why do you want to work here প্রশ্নের উত্তর দেওয়ার উপায়
আর্টিকেলের এই অংশে আমরা “Why do you want to work here” এই প্রশ্নের সরাসরি সহজ এবং মানসম্মত উত্তর তৈরির টেকনিক বলে দেবো। সুতরাং আমাদের সাথেই থাকুন।
১. রিসার্চ করুন
আপনি যদি ইতিমধ্যে নিয়োগকর্তাকে ভালোভাবে জেনে থাকেন সেক্ষেত্রে এই স্টেপটি বাদ দিতে পারেন। আর যারা এখনো কোম্পানি এবং এর নিয়োগকর্তা সম্পর্কে রিসার্চ করেননি তাদের জন্যে এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কারণ কোম্পানি এবং নিয়োগকর্তার উপর রিসার্চ করার ফলে এই “Why do you want to work here” প্রশ্নের উত্তর ঠিক করে নেওয়াটা সহজ হয়ে পড়ে।
মনে রাখবেন, আপনি তাদের সম্পর্কে যা জানেন এবং পছন্দ করেন তার সব কিছু মাথায় রেখেই উক্ত প্রশ্নের উত্তর নির্ধারণ করা জরুরি। কেন আপনি সেখানে কাজ করতে চান তা ব্যাখ্যা করতে তাদের কাজের ধরণের সাথে আপনার আগ্রহের বিষয়টি অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
পর্যাপ্ত পরিমাণে তথ্য না থাকলে কি করবেন?
বিভিন্ন ছোট কোম্পানিগুলির ব্যাপারে অনলাইনে তাদের সম্পর্কে খুব একটা তথ্য নাও থাকতে পারে।
এক্ষেত্রে উক্তর পদের চাকরি এবং এর দায়িত্ব সম্পর্কে আরও জানতে পদের নাম লিখে অনলাইনে সার্চ করুন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি টুকে নিন।
২. দক্ষতা এবং অভিজ্ঞতাকে হাইলাইট করুন
কিভাবে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা আপনাকে সফল হতে সাহায্য করতে পারবে তার একটি রূপরেখা মনে মনে তৈরি করে নিন। যাকে কেন্দ্র করে খুব সহজেই চটজলদি Why do you want to work here প্রশ্নে উত্তর দেওয়া যাবে।
মনে রাখবেন একজন নিয়োগকর্তা আপনাকে নিয়োগ আগ্রহী হয়ে উঠবে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগানোর ক্ষমতার প্রতি মুগ্ধ হয়ে। সুতরাং এই সেক্টরি যেকোনো চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ টপিক হিসাবে বিবেচিত হয়ে থাকে।
সুতরাং বলা যেতে পারে, আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে আপনি কীভাবে নিজেকে যেকোনো কোম্পানির বিশেষ পদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন তার সাবলীল ব্যাখ্যাও হতে পারে Why do you want to work here প্রশ্নের উত্তর প্রদানের সহজ উপায়।
৩. দায়িত্ব উপভোগের কারণ
আপনি কেনো উক্ত পদের দায়িত্ব গ্রহণ করাটাকে উপভোগ্য বিষয় মনে করছেন, তা চিন্তা করে Why do you want to work here প্রশ্নের উত্তর দিতে পারেন। এতে করে একইসাথে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং আগ্রহ সবকিছুই একসাথে ফুটে উঠবে।
লক্ষ্য করবেন, আমরা যখন আমাদের কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই, তখন আমরা আরও ভালো রেজাল্ট উপহার দিতে পারি এবং দীর্ঘ সময় ধরে কাজ করতে পারি। আর বলুন তো, কোন নিয়োগকর্তা তাদের কর্মীদের কাছ থেকে এমনটা আশা করেন না?
অতএব Why do you want to work here প্রশ্নের উত্তরে আপনার কাজের প্রতি সন্তুষ্টি এবং অবস্থানের মধ্যে আপনার আগ্রহ ও প্যাশনের সংযোগ যতটা সম্ভব ইন্টারভিউয়ারের কাছে পরিষ্কার রাখুন।
৪. উদাহরণ ব্যবহার করুন
আপনার ডেটা, কৃতিত্ব ইত্যাদি সহ আপনি যা বলেন না কেনো সবকিছুর ক্ষেত্রে সত্যিকারের উদাহরণ ব্যবহার করুন। এখানে সত্যিকারের উদাহরণ ব্যবহারের বিষয়ে বলার কারণ হলো প্রতিটি নিয়োগকর্তাই সৎ এবং যোগ্য প্রার্থীর খোঁজ করে থাকেন।
অর্থ্যাৎ নিয়োগকারী ম্যানেজাররা সর্বদা এমন প্রার্থীদের বিশ্বাস করতে ঝুঁকে থাকেন যারা তাদের আগ্রহ এবং উত্তরের ব্যাপারে পুরোপুরি পরিষ্কার। এক্ষেত্রে আপনি কোম্পানি এবং কোম্পানির প্রোডাক্টের উদাহরণ টানতে পারেন। জানাতে পারেন তাদের প্রোডাক্ট আপনার ঠিক কতটা ভালো লাগে।
এছাড়াও কোম্পানির কোনো প্রোডাক্ট বা প্রযুক্তি যদি বাজারে সবচেয়ে ব্যবহারকারী-বান্ধব হয়ে থাকে সেটিও মেনশন করতে পারেন। কারণ এই ধরণের রিয়েল উদাহরণ Why do you want to work here প্রশ্নের উত্তরকে আরো অর্থবহ করে তুলবে।
৫. সর্বদা সৎ থাকুন
হতে পারে Why do you want this job বা Why do you want to work here প্রশ্নের উত্তরে আপনাকে বেশকিছু বাড়তি বাক্য ব্যবহার করতে হচ্ছে! তবে মনে রাখবেন এই বাড়তি বাক্য যেনো কোনো অসততার পরিচায়ক না-হয়ে উঠে।
সোজা বাংলায় ইন্টারভিউ বোর্ডে আপনার যোগ্যতা সম্পর্কে কখনও মিথ্যা বলবেন না। মনে রাখবেন আপনি যদি মিথ্যার কারণে নিয়োগ পান, সেক্ষেত্রে পরবর্তীতে যা ঘটবে তা আপনার কাল হয়ে দাঁড়াবে।
এমনটা করলে হয়তো আপনাকে একটা সময়ে গিয়ে সকলের সামনে অপদস্থ হওয়া, প্রিয় পদ ছেড়ে দেওয়া বা কমতি বেতনের মতো বাজে দিক সামলাতে হবে। সুতরাং সময় থাকতে সতর্ক থাকুন।
Why do you want to work here and answer?
আর্টিকেলের এই অংশে আমরা জানবো Why do you want to work here সম্পর্কিত বেশকিছু প্রশ্ন-উত্তর। যা আপনি চাইলে হুবহু কপি করে বা কিছুটা মডিফাই করে ব্যবহার করতে পারেন। তবে আর কথা বাড়াচ্ছি কেনো? চলুন Why do you want this job answer best পদ্ধতিতে দেওয়ার উপায় সম্পর্কিত আলোচনায় যাই।
Why do you want to work here Answer Example
১. আমি আবেদনের পূর্বে আপনাদের কোম্পানির ভিডিও দেখেছি। এই ভিডিও একটি এড ভিডিও হলেও তা আমাকে যথেষ্ট পরিমাণে আকর্ষণ করেছে। হতে পারে আপনাদের এই ক্ষমতা বা অডিয়েন্স ধরে রাখার বিষয়টিই আমাকে আপনাদের এখানে কাজ করার বিষয়ে লোভী করে তুলেছে।
২. আমি বিশ্বাস করি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একটি দলের সাথে কাজ করার মতো ভালো সিদ্ধান্ত আরকিছুই হতে পারে না। তাছাড়া টিমওয়ার্কে কাজ করার প্রতি আমার আগ্রহটা বরাবরই বেশি কাজ করে। তাই আপনাদের সাথে কাজ করার এই সুযোগকে হাতছাড়া করতে চাচ্ছিলাম না।
৩. আমি কয়েক মাস আগে একটি আর্টিকেল পড়েছিলাম। যেখানে মূল বিষয় হলো আপনাদের এই কোম্পানির। কোম্পানির মিশন এবং ভিশন পড়ে বুঝলাম, আমার নিজের ব্যক্তিগত মূল্যবোধের সাথে এই কোম্পানির মূলনীতিগুলি পুরোপুরিভাবে মিলে যাচ্ছে। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম এই কোম্পানিই হতে পারে আমার আগামীর স্মার্ট কর্মক্ষেত্র।
৪. আমি অনেক বছর ধরে আপনার সফ্টওয়্যার ব্যবহার করে আসছি। নিজে একজন সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়েও আপনার প্রজেক্টের ব্যাপারে আমি বরাবরই মুগ্ধ হই। আমি মনে করি আমার স্কিল এবং আপনার এই মুগ্ধ প্রজেক্টকে একসাথে রাখলে বেশ ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর আমি দিনশেষে এই রেজাল্টের আশাতেই আপনার কোম্পানিতে যুক্ত হতে চাচ্ছি।
৫. আমি কর্মচারী প্রশংসাপত্র পড়ার পাশাপাশি কোম্পানি নিয়ে রিসার্চ করে বেশকিছু কোম্পানি এবং তাদের শূন্যপদের লিষ্ট করেছি। এই লিষ্ট তৈরির পেছনের কারণ হলো স্বপ্নের পদটিকে নিজের করে নেওয়া। আর এই লিষ্টের শুরুতেই রয়েছে আজকের এই কোম্পানি। কাজের পরিবেশ এবং কর্মচারী প্রশংসাপত্র পড়ে বুঝলাম এখানে কাজ করার প্রতি আমার আগ্রহটুকু সবচেয়ে বেশি পরিমাণে কাজ করছিলো!
ইতি কথা
বুঝলেন তো, কিভাবে দিতে হয় এই “Why do you want to work here” প্রশ্নের উত্তর! যাইহোক সঠিক পদ্ধতিতে আমাদের কভার করা উপরোক্ত সকল টিপস এবং ট্রিকস ব্যবহার করুন। আশা রাখি পরবর্তী ইন্টারভিউতে নিয়োগকর্তার মুখে এই প্রশ্ন শুনে মোটেও ঘাবড়ে যাবেন না।
আর হ্যাঁ! চাকরির সিভি লিখতে গিয়ে যাদের প্যানিক এট্যাক হবার জোঁ, তাদের বলছি, আমাদের সাইটের সেরা মানের সিভি টেমপ্লেটগুলি দেখুন। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন এবং তৈরি করিয়ে নিন মানসম্মত রেডিমেড সিভি। কারণ এক একটি মানসম্মত সিভি হতে পারে এক একটি স্বপ্ন পূরণের প্রথম সফল সিঁড়ি। হ্যাপি ওয়ার্কিং!