Personal Development Plan

Make A Personal Development Plan For Work (Bengali Version)

 

একাডেমিক, ব্যক্তিগত বা ক্যারিয়ার-ভিত্তিক লক্ষ্যগুলি পূরণ করতে প্রয়োজন সঠিক প্ল্যানিং আর এই প্ল্যানিংকে আমরা Personal Development Plan বলতে পারি। 

 

ছাত্র, তরুণ কর্মজীবী ব্যাক্তি বা নতুন যোগ দেওয়া কর্মচারীগণের উচিত অবশ্যই Personal Development Plan এর সাহায্যে দৈনন্দিন জীবনকে সুশৃঙ্খল করে তোলা। কারণ এই প্ল্যানিং আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি উদ্দেশ্যমূলক অনুভূতি তৈরিতে দ্রুত সাহায্য করবে। 

 

ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, বেশিরভাগ সফল ব্যক্তিদের ক্যারিয়ারের একটি অংশ হিসাবে থাকে এই Personal Development Plan। যা তাদের সাফল্যের পথের ব্লুপ্রিন্ট হিসাবে কাজ করে। পাশাপাশি সাধারণ মানুষকে তাদের ক্যারিয়ার গঠনের জন্য অনুসরণ করতে হবে এমন ট্র্যাজেক্টরি আবিষ্কার করতে সাহায্য করে। 

 

মনে রাখবেন, প্রতিবন্ধকতার মুখে অপ্রতিরোধ্য হতে, একজন নতুন কর্মজীবি ব্যাক্তি হিসাবে প্রয়োজন লক্ষ্য এবং বৃদ্ধি-ভিত্তিক জীবন যাপনে অভ্যস্ত থাকা। 

 

এক্ষেত্রে কাজটিকে সহজ করতে, আপনার ভবিষ্যত সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি স্পষ্টতা বজায় রাখতে দরকার Personal Development Goals অনুযায়ী Personal Development Plan তৈরি করে নেওয়া। 

 

কিভাবে তৈরি করতে হবে এই Personal Development Plan? Personal Development Plan For Work রেডি করার নিয়মটাই বা কি? এমন সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর একসাথে পেতে আমাদের সাথেই থাকুন। 

 

Personal Development Plan এর প্রয়োজনীয়তা

যারা এখনো পর্যন্ত Personal Development Plan এর বিষয়টিকে খুব একটা পাত্তা দিতে চাচ্ছেন না, আর্টিকেলের এই অংশটি কেবল তাদের জন্য। যেখানে আমরা উপস্থাপন করবো আমাদের বাস্তব জীবনে Personal Development Plan এর গুরুত্ব ঠিক কতটুকু! 

 

শুরুতেই বলে রাখি, আপনি যে সঠিক পথে যাচ্ছেন তা মনের শান্তির একটি প্রধান উৎস। আমরা সকলেই মাঝে মাঝে জীবনের আসল উদ্দেশ্যে ভুলে উদাস হয়ে যাই। যার রেশ সপ্তাহ হতে মাসে কিংবা বছরেও গড়াতে থাকে। 

 

আর এমন সমস্যা হতে মুক্তির উপায় হিসাবে দরকার সঠিক প্ল্যানিং। যা মূলত Personal Development Plan For Work এরই গুরুত্বপূর্ণ একটি অংশ। প্ল্যানিংয়ের পাশাপাশি আমরা এই বিষয়টিকে আপনার জীবনের জন্য গাইডলাইন হিসাবেও ধরে নিতে পারি। 

 

মূলত আপনি কোথায় যাচ্ছেন এবং আপনি কীভাবে সেখানে যাবেন তা জানার তাগিদ অনুভব করলেই আপনি সেই যাওয়ার বিষয়টিকে সহজ এবং ঝামেলাহীনভাবে সেরে নিতে পারবেন। ঠিক তেমনই আপনার জীবন সঠিক পথে যাবে কিনা তার নিশ্চয়তা পেতে দরকার Personal Development Plan। 

 

যা আপনার গন্তব্যে কিভাবে যেতে হয় এবং যাওয়ার চেষ্টাটুকুকে নিশ্চিত করবে। বাকিটুকু আপনার ভাগ্য, সৃষ্টিকর্তা এবং পরিস্থিতির হাতে। 

 

Personal Development Plan For Work Examples

এবার আসি সরাসরি আলোচনায়। যেখানে থাকবে Personal Development Plan For Work Examples। আর এর সাহায্যেই খুব সহজে অর্থবহ Personal Development Plan তৈরি করতে পারবেন। এক্ষেত্রে নিম্নোক্ত ধাপগুলি ফলো করুন: 

 

১. মানচিত্র ব্যবহার করুন

যেকোনো বিষয় ছবি আকারে যদি আমরা দৃশ্যমান হতে দেখি তা খুব দ্রুত আমাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 

 

প্রথম ধাপে আপনাকে শেষের কথা মাথায় রেখে শুরু করতে হবে। এক্ষেত্রে মানচিত্র ব্যবহার করতে পারেন। যেখানে প্রতিটি কাজে তরল পদার্থ হিসাবে বিবেচনা করবেন। সেই সাথে থাকবে প্রতিটি কাজের জন্য বরাদ্দকৃত এক একটি বোতল। এসব বোতলে যতটা জায়গা খালি রাখবেন ততটা জায়গাই খালি থাকবে। 

 

প্রতিটি বোতলের ভেতরকার অংশের জন্য ভিন্ন ভিন্ন রং অথবা এক ধরণের রং ব্যবহার করতে পারেন। যে কাজটিতে আপনি যতটা ভালো করবেন ঠিক ততটা বোতলের অংশে রং লাগিয়ে দেবেন। 

 

ধরুন একটা বইয়ের মাঝে ৪০ টি পাতা আছে। এর ১০ পৃষ্ঠা পড়া হয়ে গেলে বোতলটির ৪ ভাগের ১ ভাগ অংশকে রং করে নেবেন। 

 

এভাবেই প্রতিটি স্কিল বা প্ল্যানিংয়ের জন্য মানচিত্র হিসাবে বোতল এবং এর ভেতরকার অংশে রং ব্যবহার করতে পারেন। আর এই মানচিত্রের কপি অবশ্যই সবসময় নিজের চোখে পড়ে এমন কোনো স্থানে রাখবেন। যাতে সময়মতো ট্র্যাক করা সহজ হয়। 

 

২. সঠিকরূপে সিদ্ধান্ত নিন 

আপনি ইতিমধ্যে আপনার জন্য যা করতে চলেছেন, তা শক্তি এবং দক্ষতার দিক দিয়ে ইতিমধ্যেই আপনার স্বপ্ন, আগ্রহ বা লক্ষ্যের সাথে প্রাসঙ্গিক কিনা তা চিন্তা করে দেখুন। চিন্তা ভাবনা করে প্রয়োজনীয় দক্ষতাগুলির একটি তালিকা তৈরি করুন।

 

ভেবে দেখুন আপনার কি এমন কোনো যোগ্যতা আছে যা আরো ডেভেলাপ করা প্রয়োজন! আবার দেখুন আপনার এমন কোনো স্কিলের প্রয়োজন আছে কিনা, যার সম্পর্কে ছিঁটেফোঁটা ধারণাটুকুও আপনার মাঝে নেই। সব মিলিয়ে তালিকা আকারে বিন্যস্ত করে ফেলুন। 

 

৩. Personal Development Plan তৈরি করুন

এবারে সরাসরি Personal Development Plan For Work তৈরি করার পালা। যেখানে থাকবে স্পষ্ট দিকনির্দেশ সহ, ভবিষ্যতের জন্য নির্দিষ্ট প্ল্যানিং। 

 

এই প্ল্যান তৈরি করার পূর্বে আপনাকে মাথায় রাখতে হবে পরিশ্রমের কোন বিকল্প নেই। আপনি যদি কেবল একটি লক্ষ্য নির্ধারণ করেন, একটি পরিকল্পনা করেন এবং প্রতিদিন এটির উপর কাজ করতে থাকেন তবেই আপনি আপনার ক্যারিয়ারের মধ্যে এই সেল্ফ ডেভেলপমেন্ট এবং অগ্রগতি দেখতে পাবেন। নতুবা সময় নষ্ট ছাড়া আরকিছুই অবশিষ্ট থাকবে না।

 

Personal Development Plan তৈরি করতে কি কি প্রয়োজন?

যারা ভাবছেন কোন কোন বিষয়গুলি ছাড়া Personal Development Plan তৈরি করা যাবে না, তারা চলুন সহজ একটি চার্ট দেখে নিই। যেখানে থাকবে Personal Development Plan তৈরি করতে কি কি প্রয়োজন সে-সম্পর্কিত একটি স্পষ্ট ধারণা। এই প্ল্যানিংয়ে আপনি: 

 

  • আপনার লক্ষ্য নির্ধারণ করুন
  • লক্ষ্য অর্জনে অগ্রাধিকার দিন
  • একটি সময়সীমা সেট করুন
  • আপনার শক্তি বোঝার চেষ্টা করুন
  • সুযোগ এবং সমস্যার কথা মাথায় রাখুন
  • নতুন স্কিল ডেভলপমেন্ট করুন
  • প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন
  • প্ল্যানিংয়ে অগ্রগতি পরিমাপ করুন
  • আপনি আপনার ব্যক্তিত্বের বৈশিষ্ট্যের দিকটা ঠিক রাখুন 
  • সাইকোমেট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করুন

 

৪. সংশোধন ও পরিবর্তন করুন

আমরা সকলেই জানি জীবন বেশ দ্রুত পরিবর্তিত হতে পারে। আমাদেরও এরই সাথে সাথে নিজেদের পরিবর্তন করতে হবে। 

 

একটি নির্দিষ্ট সময় পরপর আপনার মান মানচিত্রটি পরীক্ষা করে দেখুন। পরবর্তী ত্রৈমাসিকে বা প্রতি মাসে মাসেই কি পরিবর্তন করা দরকার বা কি যোগ করা দরকার তার উপর ফোকাস করুন। 

 

সর্বোপরি নতুন আগ্রহ বা পরিস্থিতির পরিবর্তন অনুসারে Personal Development Plan For Work Examples টির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। 

 

ইতি কথা

মনে রাখবেন মানসিক, শারীরিক এবং আর্থিক ৩ দিক দিয়েই নিজেকে পরিবর্তন করতে Personal Development Plan For Work তৈরি করে নেওয়াটা যথেষ্ট জরুরি। 

 

সময় থাকতেই স্কিল ডেভলপমেন্ট, সিভি রেডি করা, ইন্টার্নশিপে জয়েন করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলিতে ফোকাস করুন। এতে করে খুব কম সময়ে ভালো একটি ক্যারিয়ার আশা করা যেতে পারে। 

 

আর হ্যাঁ! যেকোনো ভালো চাকরি-লাভের ক্ষেত্রে যেহেতু মানসম্মত সিভি তৈরি করে নেওয়াটা জরুরি, সেহেতু সময় নিয়ে এবং রিসার্চ করে এই কাজটি সম্পন্ন করুন। সিভি সম্পর্কিত যেকোনো তথ্য এবং মানসম্মত সিভি টেমপ্লেট পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন বা সরাসরি ইমেইলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। 

Please follow and like us:
error20
fb-share-icon0
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *