CV

CV লেখার টেকনিক | ( 7+ Best Practices) সিভিতে রাখা প্রয়োজনীয় দক্ষতা | চাকরির দক্ষতা অর্জনের টেকনিক

 

এতোদিনে নিশ্চয় আমরা বুঝতে পেরেছি যে, বর্তমানে বিভিন্ন চাকরি এবং সেক্টরের মধ্যে স্থানান্তরযোগ্য দক্ষতার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। তার পাশাপাশি এসব দক্ষতাকে ভালোভাবে CV সেট-আপ করতে না পারলেও চাকরি না পাওয়ার একটা আশংকা থেকেই যায়। চলুন তবে আজ আলোচনা করা যাক CV লেখার টেকনিক, CV রাখা প্রয়োজনীয় দক্ষতা এবং চাকরির দক্ষতা অর্জনের টেকনিক সম্পর্কিত বিস্তারিত গাইডলাইন। 

 

সূচিপত্র

  • সিভিতে লিডারশিপ স্কিল রাখুন
  • পরিকল্পনা এবং অগ্রাধিকার সম্পর্কে সচেতন হোন
  • দ্রুত শেখার চেষ্টা করুন
  • দ্রুত রিসার্চ এবং তথ্য সংগ্রহ করুন

 

সিভিতে লিডারশিপ স্কিল রাখুন: CV লেখার টেকনিক

শুরুতেই বলে রাখি নেতৃত্বের সুনির্দিষ্ট সংজ্ঞা বা লিডারশিপের সংজ্ঞা আপনি কাকে জিজ্ঞেস করছেন তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এক্ষেত্রে যেকোনো সেক্টরের লিডার হিসাবে কাজ করতে হলে ব্যাক্তি হিসাবে আপনার থাকতে হবে: 

 

  •  সহমর্মিতা
  •  নির্ভরযোগ্যতা
  •  ইতিবাচকতা
  •  শিক্ষাদান বা পরামর্শ দেওয়ার ক্ষমতা

 

ও হ্যাঁ! সৃজনশীলতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণও নেতৃত্বের ছত্রছায়ায় থাকা অন্যতম গুরুত্বপূর্ণ গুণাবলী হিসাবে বিবেচিত হয়ে থাকে। অনেক চাকরির ক্ষেত্রেই লিডারশিপ স্কিল যথেষ্ট চাহিদা থাকে। পুরো একটি টিম চালানোর মতো ক্ষমতা যাদের নেই তারা এসব সেক্টরে কাজের সুযোগ হারায়। তবে খুশির ব্যাপার হলো এক্ষেত্রে আপনি চাইলে কর্মক্ষেত্রে, স্কুলে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে লিডারশিপ স্কিল অর্জন করতে পারেন। 

 

পরিকল্পনা এবং অগ্রাধিকার সম্পর্কে সচেতন হোন: সিভি লেখার টেকনিক

সিভিতে সবসময় পরিকল্পনা এবং অগ্রাধিকার সম্পর্কে সঠিক তথ্য দেওয়া উচিত। এক্ষেত্রে সিভিতে যেসব স্কিল নিয়ে আপনি লিখতে চাচ্ছেন সে-সব সিভির সাথে আপনার পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী পজিশনের ব্যাপারে মনে মনে মিলিয়ে নিন। নিয়োগকর্তা বা বস যেনো আপনার সে-সব দক্ষতা দেখে ভবিষ্যতে পরবর্তী পজিশনে কাজ করার সুযোগ দেয় সে-ব্যবস্থা শুরুতেই করে রাখুন। প্রাসঙ্গিক দক্ষতাগুলি তুলে ধরে শুরুতেই নিজের রাস্তা পরিষ্কার রাখুন। 

 

দ্রুত শেখার চেষ্টা করুন: CV লেখার টেকনিক

চাকরির বিভিন্ন দক্ষতা অর্জন করতে চাইলে আপনাকে দ্রুত সবকিছু ক্যাচ করার বা শেখার মন-মানসিকতা গড়ে তুলতে হবে। সমসাময়িক কর্মজগত এত দ্রুত গতিশীল যে বহু-দক্ষ কর্মচারীও সুযোগ পেতে হিমশিম খাচ্ছে। আর এমন পরিস্থিতিতে আপনি যদি কোনোকিছু দ্রুত শিখতে না পারেন তাহলে কেবল পেছনে পড়ে থাকাই হবে আপনার ক্যারিয়ারের শেষ গন্তব্য। 

 

এক্ষেত্রে দিনে এক ঘণ্টা অনুশীলনের মাধ্যমে কীভাবে আরও বেশি কিছু অর্জন বা বেশি দক্ষতা অর্জন করা যায় এবং অর্থোপার্জনের জন্য কীভাবে সেই দক্ষতাকে কাজে লাগাতে হয় তা নিয়ে রিসার্চ করুন। স্পেসড রিপিটিশন সিস্টেমের মতো নির্দিষ্ট মেমোরাইজেশন টেকনিক ফলো করার চেষ্টা করুন৷ সেই সাথে প্রযুক্তিগত দক্ষতা এবং ভাষার দক্ষতা স্পষ্টতইভাবে সিভিতে রাখার প্রয়োজন সে-সব দক্ষতাও সময় থাকতে নিশ্চিত করে নিন। 

 

দ্রুত রিসার্চ এবং তথ্য সংগ্রহ করুন: সিভি লেখার টেকনিক

আপনার যদি দ্রুত রিসার্চ এবং তথ্য সংগ্রহ করার স্কিল থাকে সেক্ষেত্রে সেই স্কিলটিকে টেকনিক্যালি সিভি ব্যবহার করার অপশন থাকবে। অনেক সময়ই লক্ষ্য করবেন বিভিন্ন জব সেক্টরের কাজে গুণগত এবং পরিমাণগত তথ্যের সাথে রিসার্চ পেপার বা রিসার্চ আউটলাইন তৈরি করার প্রয়োজন পড়ে। যেসব যারা স্টুডেন্ট পড়ানো-টাইপ জবে ঢুকতে চান তাদের রিসার্চ করে ক্লাসকে আকর্ষণীয় করে তোলার একটা চাহিদা থাকে। 

 

আবার যারা মার্কেটিং রিলেটেড পজিশনের জন্যে এপ্লাই করবেন ভাবছেন তাদেরও এ-নিয়ে রিসার্চ করার প্রয়োজন পড়ে। শুধু তাই নয়! অন্যান্য জব সেক্টরেও এই ডেটা রিসার্চের স্কিলটিকে যথেষ্ট গুরুত্বের সাথে কাজে লাগানোর সুযোগ থাকে। সুতরাং এখন থেকেই সময় নষ্ট না করে চেষ্টা করুন কিভাবে কম সময়ে অনেক ডেটা রিসার্চ করা যায় সেই টেকনিক বের করার বা কোথাও থেকে টেকনিক জেনারেট করে তা ব্যবহার করা। 

 

ইতি কথা

আমরা চেষ্টা করেছি CV লেখার টেকনিক হিসাবে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বিশেষ করে দক্ষতা অর্জনের টিপস-সম্পর্কিত তথ্য তুলে ধরার। আশা করি এখন থেকে আপনি যা করতে সক্ষম তা নিয়োগকর্তাদের দেখাতে পারলেও, অবস্থানের সাথে প্রাসঙ্গিক দক্ষতাগুলিকে সিভিতে হাইলাইট করার চেষ্টা করবেন। 

 

আপনাদের যদি CV ফরমেট নিয়ে কনফিউশান কাজ করে সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমরা আপনার চাকরি লাভের মিশনকে সহজ করতে রেডিমেড CV ব্যবস্থা করবো। বিষয়টি নিয়ে পুরোপুরি ক্লিয়ার হতে এখানে ক্লিক করুন এবং জেনে নিন বিস্তারিত তথ্য। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন।

Please follow and like us:
error20
fb-share-icon0
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *