Video Resume

The Best Video Resume Making Tips (In Bengali 2023)

আপনি কি আপনার স্বপ্নের চাকরির জন্য আবেদন করার প্ল্যানিং করছেন? অথবা আপনি কি আপনার বর্তমান কর্মসংস্থান থেকে আরো ভালো কিছু ডিজার্ভ করার ব্যাপারে ভাবছেন? যদি ভেবে থাকে সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হতে হবে একটি সুন্দর, সাবলীল এবং আকর্ষণীয় video resume তৈরি করা। মূলত এই making a video resume মিশন আপনাকে সেরা চাকরিটি পেতে সর্বোচ্চ সহায়তা করবে। 

 

এক্ষেত্রে কিভাবে একটি video resume for freshers দক্ষতার সাথে তৈরি করতে হয় তা আপনার জানা উচিত৷ পাশাপাশি video resume for students রেডি করার দক্ষতাও থাকা চাই। 

 

মনে রাখবেন গত কয়েক দশকে কর্মসংস্থানের বাজার উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। আজ, প্রতিযোগিতা তীব্র এবং প্রযুক্তির কারণে প্রক্রিয়াটি দিন দিন কেবল পরিবর্তিতই হচ্ছে। ফলে আপনার টিকে থাকার বিষয়টি হয়ে পড়েছে জটিল। 

 

এমন জটিল মাঠে গোল দিতে হলে যারা video resume example চান বা টিপস চান তাদের জন্যই মূলত সাজানো হয়েছে আমাদের আজকের এই লেখা। সুতরাং resume the video সম্পর্কিত কোনো টিপস বাদ দিতে না চাইলে জেনে নিন কিভাবে একটি সুন্দর, সাবলীল এবং আকর্ষণীয় video cv resume তৈরি করা যায়। 

 

Video Resume কি? 

সারাজীবন সিভি বা রেজুমে সম্পর্কে জানলেও অনেকের হয়তো Video Resume বা video cv examples সম্পর্কে আইডিয়া নেই। যাইহোক! এই ধরণের রেজুমেতে মূলত আপনার শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ইত্যাদি ভিডিও আকারে থাকে। 

 

এই ধরণের রেজুমে কেবলমাত্র কাগজের ফর্ম থেকে একটি ভিডিওতে আপনার CV রূপান্তরই নয়। বরং এটি হতে পারে আপনার রুচিশীলতা, ব্যাক্তিত্ব, দক্ষতা এবং অভিজ্ঞতার আয়না। 

 

আপনি আপনার অভিজ্ঞতা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলি এই ধরণের সিভিতে সঠিকভাবে উপস্থাপন করতে পারলেই চাকরির বাজারে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার মান বেড়ে যাবে। 

 

Video Resume তৈরির প্রয়োজনীয়তা 

সঠিক video resume maker এবং video resume templates এর সাহায্যে আপনাকে মানসম্মত Video CV তৈরি করতে হবে। কারণ: 

 

ভিজ্যুয়াল যোগাযোগ

ভিজ্যুয়াল যোগাযোগের কারণে নিয়োগকর্তা আপনাকে পজেটিভ চোখে দেখবে। এই ধরণের ভিডিও যারা শুনবে তারা ১০% মনে রাখবে, যারা পড়বে তারা ২০% মনে রাখবে এবং সবশেষে যারা দেখবে তারা ৮০% মনে রাখবে। 

 

স্পষ্টতার উপস্থিতি 

যেকোনো চাকরির জন্যে video resume sample ফলো করে সঠিকভাবে Video Resume তৈরি করা দরকার। যা ড্রপ করা মানেই আপনার প্রোফাইলে আরও স্পষ্টতার উপস্থিতি লক্ষ্য করা। সেই সাথে এটি প্রমাণ করবে নির্দিষ্ট কাজের ভূমিকায় আপনি উপযুক্ত কিনা।

 

সৃজনশীলতার প্রকাশ 

এই ধরণের রেজুমের সাহায্যে আপনি চাকরি পাবেন কিনা তা আবার নির্ভর করবে যে কোম্পানির জন্য আবেদন করছেন তার উপর। কারণ তারা আপনার ভিডিওতে থাকা সৃজনশীলতা কতটুকু গ্রাহ্য করছে সেটিও জানা জরুরি। 

 

দক্ষতার উপস্থাপন 

গুরুত্বপূর্ণ দক্ষতাগুলিকে হাইলাইট করতে প্রয়োজন যেকোনো চাকুরির আবেদনে একটি video resume ড্রপ করা। এতে বিভিন্ন গ্রাফিক্স যুক্ত করে সুন্দরভাবে সাজাতে পারলে তার উপর নিয়োগকর্তার বাড়তি নজর নিশ্চিত হয়। 

 

Video Resume তৈরি করার নিয়ম

আজকাল অনলাইনে বিভিন্ন video resume creator রয়েছে। যার সাহায্য নিয়ে এবং নিজের দক্ষতাকে পুঁজি করে আপনিও তৈরি করে নিতে পারেন সেরা মানের Video CV resume। এক্ষেত্রে নিম্নোক্ত টিপসগুলি ফলো করুন: 

 

১. একটি ভিডিও স্ক্রিপ্ট

Video Resume তৈরি করার পূর্বে একটি ইউনিক এবং আকর্ষণীয় স্ক্রিপ্ট তৈরি করুন। আপনার পরিচিতি, অতীত অভিজ্ঞতার একটি সাধারণ উদাহরণ, আপনার শেষ কাজ সম্পর্কে তথ্য, আপনার দক্ষতা ইত্যাদি একের পর এক সাজিয়ে স্ক্রিপ্ট তৈরি করুন। এক্ষেত্রে প্রয়োজন ২/১ দিন টানা সময় নিন। 

 

২. ভিডিওর মানের দিকে মনোযোগ দিন

যেহেতু এই সিভি হবে একটি Video CV সেহেতু ভিডিওটাই এখানে আসল কাজকে সহজ করবে। সুতরাং ভিডিওর মানের দিকে মনোযোগ দিন। ভালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে, ক্যামেরার সাহায্য নিন। 

 

এক্ষেত্রে একজন ভিডিও প্রোডাকশন এক্সপার্টের সাহায্য নিতে পারলে আরো ভালো হয়। আর ফেইস দেখাতে না চাইলে সমস্যা নেই। সেক্ষেত্রে ভালো ক্যামেরার প্রয়োজনও নেই। 

 

৩. ইন্টারভিউতে সামঞ্জস্যপূর্ণ থাকুন

আপনি যদি Video CV resume দেবেন তখনই নিয়োগকর্তা আপনার সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে। আর এই আইডিয়া যেনো ইন্টারভিউ বোর্ড পর্যন্ত একই থাকে সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করুন। 

 

আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের সাথে সামঞ্জস্যপূর্ণ আচরণ করতে ভুলবেন না কিন্তু। 

 

৪. ভিডিওতে সিভির তথ্য ব্যবহার করুন

রেকর্ডিং হয়ে গেলে সিভির তথ্যগুলি এডিটের মাধ্যমে Video Resume কপিতে ব্যবহার করুন। সবসময় সংক্ষিপ্ত আকারে অতিরিক্ত তথ্য নিশ্চিতের বিষয়টি কিন্তু এক্ষেত্রে ভোলা যাবে না। 

 

এই ধরণের কাজে যেকোনো অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি বলবো ক্যানভা ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারলে সেরা রেজাল্ট পাওয়া যাবে। 

 

৫. ভালোভাবে রিভিশন দিন

Video CV resume তৈরি হয়ে গেলে তা ভালোভাবে চেক করুন। কোনো ভুল আছে কিনা তা খুঁজে বের করে ঠিক করুন। ইন্টারেক্টিভ কাজের সাইটগুলিতে আপনার এই Video CV শেয়ার করতে ভুলবেন না কিন্তু। 

 

বেশ কিছু মেট্রিক্স অনলাইনে পাওয়া যায়। যার সাহায্য আপনি চাইলে নিজের তৈরি করা ভিডিওটি চেক করিয়ে নিতে পারেন। 

 

Video Resume তৈরির সময় মনে রাখুন

  • নিজেকে জোর করে না হাসিয়ে ভিডিও চলাকালীন সময়ে স্বাভাবিকভাবে কথা বলুন
  • ভিডিওতে কৌতুক করা থেকে বিরত থাকুন
  • ভিডিও করার সময় সরাসরি ক্যামেরার দিকে তাকান
  • মাথায় রাখুন আপনার ড্রেসিং সেন্স এবং আপনি যেভাবে যোগাযোগ করবেন সেভাবেই নিয়োগকর্তা আপনাকে জানবে
  • নিয়োগকারীদের ঢালাওভাবে সাবলীল শব্দের সম্বোধন করুন
  • নৈমিত্তিক ভাষা ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন
  • স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করলে অতিরিক্ত রোবটিক দেখায় এমন শব্দ ব্যবহার করবেন না
  • দীর্ঘ বাক্য ব্যবহার করবেন না 
  • ভিডিও তৈরির সময় ধীরে ধীরে এবং পরিষ্কারভাবে কথা বলুন
  • সর্বদা সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত ভিডিও তৈরিতে মনোযোগ দিন

 

ইতি কথা

সাবলীলভাবে video resume তৈরি করা নিয়ে এই ছিলো আমাদের আজকের এই আলোচনা। বলা যায় এবার আপনি আপনার নিয়োগকর্তাকে প্রভাবিত করতে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছেন। 

 

নিয়োগকর্তাকে আপনার বুদ্ধিমত্তা এবং ব্যক্তিত্বের দিকে আগ্রহী করে তুলতে আশা করি এই একটি বুলেটই যথেষ্ট। আশা করি এভাবে প্রস্তুতি এবং অনুশীলনের মাধ্যমে নিজের বানানো প্রথম video resume কপিই হয়ে উঠবে আপনার প্রিয় পদটিতে সুযোগ পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিঁড়ি।

 

আর উপরোক্ত সকল ঝামেলা ছাড়াই মনের মতো সিভি তৈরি করিয়ে নিতে এবং ক্যারিয়ার বা সিভি সম্পর্কিত যেকোনো তথ্য পেতে এখানে ক্লিক করুন। 

Please follow and like us:
error20
fb-share-icon0
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *