ইন্টারভিউ

বারবার চাকরির জন্য আবেদন করার পরও কোনো ইন্টারভিউতে পাস করা সম্ভব হয় না কেনো? এর Best সমাধান কি?

বারবার চাকরির জন্য আবেদন করার পরও কোনো ইন্টারভিউতে পাস করা সম্ভব হয় না কেনো? এর সমাধান কি? 

এই প্রশ্নটি অধিকাংশ প্রার্থীর মাথায় ঘুরপাক খায়। এক্ষেত্রে শুরুতে জানিয়ে রাখি, এখন পর্যন্ত, বেশিরভাগ প্রার্থীরা এই জব সিকিং এবং এপ্লাইয়ের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ ভুলটি তখনই করে থাকেন  যখন তারা একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা সিভির পরিবর্তে তাদের সম্পূর্ণ সিভি জমা দেন। বেশিরভাগ প্রার্থীরা বিশ্বাস করেন যে তাদের পুরো সিভিটাই পর্যালোচনা করা হবে। সেই সাথে নিয়োগকারী ম্যানেজার প্রাসঙ্গিক দক্ষতার জন্য সেই সিভিটি নিয়ে রিসার্চও করবে। তবে বাস্তবে তার কোনোটাই ঘটে না বা হয় না! 

;

অল্প লেখায় সকল তথ্য দিন  

মনে রাখবেন আপনার নিয়োগকারী বা সিভি রিসার্চার প্রতিটি সিভি চেক করতে মাত্র ৬ থেকে ১০ সেকেন্ডের মতো সময় ব্যয় করবে। এর বেশি সময় তারা কোনো সিভির পেছনেই ইনভেস্ট করবে না। সেই অল্প সময়ের মধ্যেই আপনাকে আপনার যোগ্যতাগুলিকে তার নজরে আনার চেষ্টা করতে হবে। সুতরাং সিভিতে নির্দিষ্ট চাকরির সাথে প্রাসঙ্গিক পয়েন্ট ছাড়া অন্য পয়েন্ট বা যোগ্যতা এড করা যাবে না। 

 

জব ডেসক্রিপশন ব্যবহার করুন

আপনি যদি আপনার সিভিটিকে সবচেয়ে কার্যকর এবং আকর্ষনীয় সিভি হিসাবে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে গাইড হিসাবে অবশ্যই কাজের বিবরণ বা জব ডেসক্রিপশন ব্যবহার করতে হবে। চাকরির বিবরণ থেকে প্রতিটি প্রাসঙ্গিক শব্দ খুঁজে বের করে নিতে হবে। এসব শব্দ বা কিওয়ার্ড আপনার সিভিতে আছে কিনা তা চেক করে নেওয়া জরুরি। 

 

আপনি চাইলে চাকরির বিবরণে আপনি যে কীওয়ার্ডগুলি পেয়েছেন তা হাইলাইট করতে টেক্সট এডিটিংয়ের বোল্ড অপশন ব্যবহার করতে পারেন। এর ফলে নিয়োগকারী যখন আপনার সিভি চেক করবে তখন সেই গুরুত্বপূর্ণ বোল্ড করা কিওয়ার্ডগুলি তার নজর এড়াবে না। কারণ আপনি জব ডেসক্রিপশনে তার দেওয়া কীওয়ার্ডগুলি হাইলাইট করেছেন। আর এটাই তাদের কাছে আগ্রহের বিষয় হয়ে দাঁড়াবে। 

 

অপ্রাসঙ্গিক তথ্য ইগনোর করুন – ইন্টারভিউ

মনে রাখবেন আপনার নিয়োগকারী যে কীওয়ার্ডগুলি বা যোগ্যতাগুলি খুঁজছে সেগুলি যখন অন্যান্য অপ্রাসঙ্গিক যোগ্যতার গভীরে চাপা পড়ে, তখন আপনার সেই চাকরির ইন্টারভিউটা হয়ে পড়ে অর্থহীন। যা খুব একটা কাজে আসে না। তবে আমি আপনাকে আশ্বস্ত করতে পারি সঠিকভাবে ফিল্টার করা হয়েছে এমন কিওয়ার্ড ও যোগ্যতা নিয়ে সিভি সাজালে আপনার ইন্টারভিউ হবে শতভাগ অর্থবহ এবং কার্যকর৷ 

 

ইতি কথা  

সুতরাং সিভি তৈরি করার সময় কাজের বিবরণে বিশেষভাবে জিজ্ঞাসা করা হয়নি এমন সব কিওয়ার্ড বা যোগ্যতা ছেড়ে দিন। বাড়তি কোনো তথ্য না রেখে সিভিকে রাখুন অর্থবহ এবং কোয়ালিটিফুল। বাদবাকি ছেড়ে দেওয়া পয়েন্টগুলি চাইলে কৌশলে ইন্টারভিউ এর সময় পূরণ করার সুযোগ থাকবে।

 

আপনাদের যদি জীবনবৃত্তান্ত ফরমেট নিয়ে কনফিউশান কাজ করে সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমরা আপনার চাকরি লাভের মিশনকে সহজ করতে রেডিমেড জীবনবৃত্তান্তের ব্যবস্থা করবো। বিষয়টি নিয়ে পুরোপুরি ক্লিয়ার হতে এখানে ক্লিক করুন এবং জেনে নিন বিস্তারিত তথ্য। আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন।

 

 

SEARCH TERMS:

ইন্টারভিউ প্রস্তুতি
প্রশ্ন এবং উত্তর pdf
ইন্টারভিউতে নিজের সম্পর্কে কিছু বলুন প্রশ্নটির উত্তর কিভাবে দিব
ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর ইংরেজিতে

ইন্টারভিউ প্রশ্ন এবং উত্তর pdf,
নিজের সম্পর্কে কিছু বলুন প্রশ্নটির উত্তর কিভাবে দিব,
কিভাবে ইন্টারভিউ দিতে হয়,
প্রশ্ন এবং উত্তর ইংরেজিতে,
ব্যাংক প্রশ্ন,
ব্যাংকে চাকরির

Please follow and like us:
error20
fb-share-icon0
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *