Difference Between CV And Resume

Difference Between CV And Resume In Bangla 5+ Best Guidance

বহুবার জীবনে সিভি এবং রেজুমে শব্দগুলি শুনলেও এদের মাঝে থাকা পার্থক্য সম্পর্কে অনেকেরই কোনো আইডিয়া নেই। অনেকেই হয়তো দু’টো বিষয়কে (Difference Between CV And Resume) একসাথে গুলিয়ে ফেলার কারণে পছন্দের পদটিকে হারাতে বসেন। 

 

তবে কি সিভি এবং রেজুমে সম্পূর্ণ আলাদা বিষয়? এদের মাঝে মূল পার্থক্যটুকু কি? এ-ধরণের সকল প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে আমাদের আজকের এই Difference Between CV And Resume সম্পর্কিত আর্টিকেলে। সুতরাং সাথেই থাকুন। 

 

What Is CV?

CV শব্দটি ল্যাটিন শব্দ Curriculum Vitae-এর একটি সংক্ষিপ্ত রূপ। যার আক্ষরিক অর্থ হলো জীবনের পথ বা জীবনের নথি। সাধারণত ব্যাক্তির কর্মজীবনের যাত্রা ধাপে ধাপে বর্ণনা করা হয় এই সিভিতে। 

 

ব্যাক্তি এখন পর্যন্ত যা কিছু করেছেন, যে সমস্ত অর্জন উপস্থাপনের জন্য এই সিভি ব্যবহার করা হয়ে থাকে। সব ধরণের ব্যক্তিগত তথ্য, অভিজ্ঞতা এবং দক্ষতা ছাড়া কখনোই কোনো সিভি পূর্ণতা পায় না। 

 

মনে রাখবেন, আপনি যখনই একাডেমিক বা পেশাগতভাবে নতুন কিছু সম্পন্ন করবেন বা কোনো স্কিল, ডিগ্রি অর্জন করবেন তখনই আপনাকে আপনার সিভি আপডেট করতে হবে। 

 

এক একটি সিভি ঠিক কতটা বড় হবে বা কত পৃষ্ঠার হবে তার সঠিক কোনো নিয়ম নেই। অভিজ্ঞতার পরিমাণের উপর নির্ভর করে যেকোনো সিভি বড়-ছোট করবার প্রয়োজন পড়ে। একটি রিসার্চ অনুসারে যেকোনো সিভি ২ থেকে ৮ পৃষ্ঠা পর্যন্ত লম্বা হতে পারে। 

 

What Information Is Required In A Good CV? (Bengali)

একটি সুন্দর এবং মানসম্মত সিভিতে প্রয়োজন সঠিক তথ্য। যা একইসাথে মানসম্মত এবং প্রাসঙ্গিক হতে হবে। চলুন সিভিতে ব্যবহার করা উচিত এমনকিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সম্পর্কে জানা যাক: 

 

  • পুরো নাম
  • যোগাযোগের তথ্য
  • পেশাগত টাইটেল 
  • জীবনবৃত্তান্তের সারসংক্ষেপ
  • সারসংক্ষেপের উদ্দেশ্য
  • শিক্ষা
  • প্রয়োজনীয় কাগজপত্র 
  • শিক্ষকতা বা বক্তৃতার উপর অভিজ্ঞতা 
  • অর্জিত সকল দক্ষতা 
  • কোর্স এবং সার্টিফিকেট
  • নির্দিষ্ট ভাষায় পারদর্শিতা
  • ফেলোশিপ অনুদান
  • বাস্তব জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা

 

রেডিমেড সিভি তৈরিতে আমরা আছি আপনার পাশে

সিভি তৈরির ক্ষেত্রে বেশকিছু আলাদা বিষয় মাথায় রাখতে হবে। যেমন আপনি যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে স্কিলের জায়গা শুরুতে শিক্ষকতার উপর থাকা স্কিল তুলে ধরতে হবে। 

 

আবার আপনি যদি ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো পদের জন্য সিভি রেডি করেন সেক্ষেত্রে ভালো কোনো কোর্সের সার্টিফিকেট বা এ সম্পর্কিত যেকোনো সম্মাননা তুলে ধরতে পারেন। এতে করে সিভি কোয়ালিটি আরো বেড়ে যাবে। 

 

আর যারা এতোকিছু চিন্তা করে সিভি তৈরি করাকে ঝামেলা ভাবছেন, তারা সরাসরি আমাদের কাছ থেকে সেরা মানের সিভি সংগ্রহ করে নিতে পারেন। বিশেষ করে আমাদের ওয়েবসাইট হতে ইচ্ছেমতো সিভি টেমপ্লেট ডাউনলোড করার বিষয়টিকে কাজে লাগাতে পারেন। 

 

What Is Resume? 

রেজুমেকে যদি খুব সহজে পরিচয় করিয়ে দিই তাও মজার ছলে সেক্ষেত্রে বলবো রেজুমে হলো সোজা-টু-দ্যা-পয়েন্ট। অর্থ্যাৎ রেজুমেতে থাকবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্য। 

 

সিভির বিপরীতে, আপনার রেজুমে বা জীবনবৃত্তান্ত যতটা সম্ভব ছোট রাখা উচিত। সবচেয়ে ভালো হবে ১ পৃষ্ঠার ভেতর কম কথায় অধিক তথ্য দিয়ে দিতে পারলে। কর্মক্ষেত্রে আপনার যদি ১৫ বছরের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তা ১৫ লাইনে বর্ণনা না করে কেবলমাত্র ২/৪ লাইনে শেষ করে দিন। 

 

যদি প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য থাকে সেক্ষেত্রে তা যোগ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। অর্থ্যাৎ এই তথ্য যেনো রেজুমের অতিরিক্ত জায়গা দখল করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করুন। 

 

রেজুমেতে অবশ্যই শুধুমাত্র আপনি যে পদের জন্য আবেদন করছেন সেই পদের সাথে বা কাজের সাথে প্রাসঙ্গিক অভিজ্ঞতা এবং দক্ষতার দিকগুলি উল্লেখ করুন। 

 

মনে রাখবেন মানসম্মত রেজুমে মানেই আপনার পূর্ববর্তী কাজে আপনার করা নির্দিষ্ট কৃতিত্বকে সঠিকভাবে হাইলাইট করা, আপনার ব্যাক্তিগত এবং গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া, অভিজ্ঞতা এবং দক্ষতার পাশাপাশি সবশেষে রেফারেন্স উল্লেখ করা। 

 

রেজুমে মূলত প্রদান করতে হয় কভার লেটার জমা দেওয়ার সাথে সাথে। আপনি যে দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে আবেদন করতে চান সেই দক্ষতা বা অভিজ্ঞতার সাথে উক্ত পদের প্রাসঙ্গিক বর্ণনা থাকবে এই কভার লেটারে। 

 

সুতরাং কভার লেটার যেহেতু আপনার অভিজ্ঞতা এবং দক্ষতাকে নিয়োগকর্তার সামনে ফুটিয়ে তুলবে সেহেতু রেজুমেতে আপনি চাইলে এসব তথ্য আংশিকভাবে তুলে ধরতে পারেন। 

 

What Information Is Required In A Good Resume? (Bengali)

Difference Between CV And Resume সম্পর্কে জানতে রেজুমে এবং সিভিতে কি কি থাকবে সে-সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সিভিতে কি কি তথ্য থাকবে তা তো জেনে নিলাম। এবারে চলুন রেজুমেতে কি কি থাকবে তা জেনে নেওয়া যাক। রেজুমেতে থাকবে: 

 

  • আবেদনকারীর পুরো নাম
  • আপনার কাজের শিরোনাম
  • আপনি যে পদের জন্য আবেদন করছেন তার নাম
  • আপনার সাথে যোগাযোগের তথ্য
  • সারাংশ বা উদ্দেশ্য
  • কর্মদক্ষতা
  • শিক্ষা
  • প্রাসঙ্গিক দক্ষতা
  • ভাষা এবং এসম্পর্কিত দক্ষতা
  • প্রাসঙ্গিক সার্টিফিকেশন এবং আগ্রহ (যদি থাকে)

 

রেডিমেড রেজুমে তৈরিতে আমরা আছি আপনার পাশে

রেজুমে লেখার সময় আপনাকে সবসময় টু-দ্য পয়েন্টে লিখতে হবে৷ বাড়তি কোনো বর্ণনা, ভুমিকা কোনোকিছুরই দরকার নেই। সোজা কথায় রেজুমেতে শুধুমাত্র প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, দক্ষতা, সার্টিফিকেশন এবং শিক্ষা উল্লেখ করবেন। 

 

রেজুমে তৈরি করার সময় একটি সারসংকলন তৈরি করার বিষয়ে আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে। কারণ এটির মাধ্যমেই নিয়োগকর্তা আপনার সম্পর্কে টুকটাক আইডিয়া পেয়ে যাবে। এরপর ধীরে ধীরে উপরোক্ত সকল সেকশন দেবেন। 

 

যারা এতোকিছু করে রেজুমে তৈরি করাকে ঝামেলা ভাবছেন বা যাদের হাতে নতুন করে প্রফেশনাল রেজুমে সাজানোর মতো সময় নেই, তারা আমাদের ওয়েবসাইট থেকে বেশ কম প্রাইজে রেজুমে টেমপ্লেট কিনে নিতে পারেন। 

 

যা পরবর্তীতে আপনি কেবল তথ্য পরিবর্তন করেই ব্যবহার করতে পারবেন। এছাড়াও চাইলে আমাদের মাধ্যমে রেডিমেড রেজুমেও তৈরি করিয়ে নিতে পারেন বেশ কম সময়ে এবং কম প্রাইজে। 

 

Difference Between CV And Resume In Bangla

সিভি কি এবং রেজুমি কি সে-সম্পর্কে তো জানলেন। পাশাপাশি জেনে নিলেন সিভি এবং রেজুমে কিভাবে লিখতে হয়। এবার চলুন সিভি এবং রেজুমেকে গুলিয়ে ফেলার হাত বাঁচতে জেনে নেওয়া যাক Difference Between CV And Resume সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট: 

 

১. দৈর্ঘ্য

যেকোনো সিভি এবং রেজুমের মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য পার্থক্য হলো এর দৈর্ঘ্য। বিশেষ করে এটি কতটুকু লম্বা হবে তা দিয়েই বোঝা যায় উক্ত কপিটি একটি সিভির কপি নাকি রেজুমের কপি। 

 

একটি সিভি অনেক লম্বা হতে পারে। কমপক্ষে ২ পৃষ্ঠা কিংবা সর্বোচ্চ ৮/৯ পৃষ্ঠায় সিভির সকল তথ্য মূলত সাজিয়ে-গুছিয়ে নিতে হয়। অন্যদিকে রেজুমে হয় শুধুমাত্র ১ পৃষ্ঠার। যা অনেক বেশি সংক্ষিপ্ত আকারে সাজানো থাকে। 

 

২. ফাংশন

সিভি এবং রেজুমে কিন্তু সকল আবেদনের জন্য প্রযোজ্য নেই। অর্থ্যাৎ এদের কাজ আলাদা। এই ভিন্ন ধরণের কাজের মাধ্যমেই আমরা সিভি এবং রেজুমের পার্থক্য খুঁজে পাই। 

 

সিভি প্রধানত একাডেমিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন একটি গবেষণা প্রোগ্রামের জন্য আবেদন করা, একটি পিএইচডি, বা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে আবেদন করা বা সমসাময়িক যেকোনো একাডেমিক পজিশনের জন্য আবেদন করা। 

 

সিভিকে মূলত একটি একাডেমিক ডায়েরি বলা যেতে পারে। যেখানে আপনি আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতা, কৃতিত্ব এবং সার্টিফিকেশন অন্তর্ভুক্ত করে নেবেন। 

 

অন্যদিকে রেজুমে বা জীবনবৃত্তান্ত কোম্পানিতে নিয়মিত চাকরির জন্য লেখা হয়ে থাকে। রেজুমেতে মূলত আপনার প্রফেশনাল লাইফের উপর অনেক বেশি ফোকাস করতে হবে। 

 

Professional CV Format BD – Your Ultimate CV Solution for Every Career Path

 

ইতি কথা

সোজা কথা Difference Between CV And Resume বলতে বোঝানো হচ্ছে সিভি হলো আপনার একাডেমিক ডায়েরি এবং রেজুমে হলো আপনার প্রফেশনাল ডায়েরি। 

 

সিভি দিতে হবে যেকোনো একাডেমিক পজিশনের জন্যে এবং রেজুমে দিতে হবে যেকোনো নিয়মিত চাকরির আবেদনের জন্যে। 

 

আশা করি এখন থেকে কোন ধরণের পদের জন্য আবেদন করছেন তার উপর নির্ভর করবে সিভি বা রেজুমে তৈরি করবেন। 

 

এই ছোটখাটো ভুল থেকে বেঁচে থাকার কারণে হয়তো আপনি খুব দ্রুত নিয়োগকর্তার নজরে আসতে সক্ষম হবেন। 

Please follow and like us:
error20
fb-share-icon0
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *